ওয়েব ডেস্ক : ইউটিউবে (Youtube) এই বছর সবচেয়ে বেশি দেখা ভিডিওটি (Video) সম্পর্কে জানার অপেক্ষায় রয়েছেন? এছাড়াও জানতে চান আপনার ফেভারিট গান কোনটি? এই বছর ইউটিউবের রিক্যাপের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন আপনার প্রিয় ভিডিও ও গানের তালিকা।
ইউটিউবের এই বিশেষ ফিচারটি আপনাকে আপনার দেখা ভিডিওর উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত রিক্যাপ তৈরি করে দেয়, যা আপনাকে আপনার পছন্দের মুহূর্তগুলোকে ফিরে দেখতে সহায়তা করবে। রিক্যাপ ফিচার (Recap feature) এনেছে ইউটিউব। ক্লিক করলেই ১২টি কার্ড দেখা যাবে। সেখানে বছরভর দেখা ভিডিয়োর তথ্য থাকবে। সেখানেই পছন্দের ভিডিয়ো গুলি আসবে।
আরও খবর : গুগলের ন্যানো ব্যানানা নিয়ে প্রতারণার ফাঁদ! জানুন বিস্তারিত
এই রিক্যাপটি শুধু আপনার ব্যক্তিগত বিবেচনায় নয়, সমগ্র বিশ্বজুড়ে কোন ভিডিওগুলি সবচেয়ে বেশি দেখেছেন, তাও তুলে ধরে। ইউটিউবের (Youtube) এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য সময়কে আরও স্মরণীয় করে তুলছে এবং তাদের বিনোদনকে আরও উপভোগ্য করতে সাহায্য করছে। আপনি কি এখনও আপনার রিক্যাপটি দেখেননি? এখনই ক্লিক করুন এবং জানুন আপনার পছন্দের তালিকায় কোনটি সেরা।
দেখুন অন্য খবর :







